বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ৫৪৭
স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিহত সনি হত্যা মামলার প্রধান আসামি গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপুল প্রামানিককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (০৬মে) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল উত্তর পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অাটক বিপুল গোকুল উত্তর পাড়ার গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। হত্যা ছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার আরও সাতটি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে গোকুল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আসামি বিপুলকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে