আবারও আইটেম ডান্সে মালাইকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ এএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৬৪১

বিশাল ভরদ্বাজের  ছবি ‘পটাখা’-তে মালাইকা আরোরার  ‘হ্যলো হ্যালো’-আইটেম ডান্স সারা ফেলে দিয়েছে। গুলজারের কথায় ও রেখা ভরদ্বাজের কণ্ঠে এই গানে আইটেম ডান্স করেছেন মালাইকা। অনেক দিন পরে এই বলিউড ডিভাকে আবারও দেখা গেল বড় পর্দায় আইটেম ডাল্স নাম্বারে। 

এক গ্রামীণ মেলার পটভূমিকায় শ্যুট করা হয়েছে এই নাচের দৃশ্য। মালাইকা অরোরা সুপারমডেল হলেও অনেক বেশি পরিচিত আইটেম ডান্সার হিসেবে। একের পর এক সুপারহিট আইটেম ডান্স উপহার দিয়েছেন তিনি বলিউডকে।

সেই ‘ছঁইয়া ছঁইয়া’ থেকে ‘হ্য়ালো হ্যালো’— বিগত ২০ বছর ধরে তিনি বলিউডে তাঁর ডান্স ডিভা-র জায়গাটি ধরে রেখেছেন। নতুন এই ছবির জন্য গুলজার সাহেবের গানের লিরিকসটি একেবারেই গ্রামীণ দৈনন্দিন জীবন থেকে উঠে আসা। তবে তার মিশেছে সোশ্যাল মিডিয়ার পাগলামি যা এখনকার দিনে আমাদের জীবনে শেকড় গেড়ে বসে আছে। 

সেই অর্থে এই গানটা হল আমাদের সাম্প্রতিক জীবনের একটা অঙ্গ, এমনই কথা বলেছেন বিশাল ভরদ্বাজ। এই আইটেম ডান্স দেখলে কেউ বলতেই পারবে না যে মালাইকার বয়স চল্লিশ পেরিয়েছে। বরং দিন দিন তিনি আরও মোহময়ী হয়ে উঠেছেন।