ভালুকায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, শুক্রবার, ৪ মে ২০১৮ | ৪০৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।  আজ শুক্রবার (৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল শেক (৫৫)। আহতরা হলেন- নুরুল ইসলাম (৪০), নায়েব আলী (৫০) , শফিক (৩৫), আফতাব (৪৫) ও জুয়েল (৪০)।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ভালুকা উপজেলার পিকআপের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উপজেলার কাঠালী গ্রামের দুলাল শেখ নামে একজন মারা যান।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।