বিএনপি ও জামায়াতের সময় জঙ্গীবাদের উত্থান হয়েছে- তারানা হালিম এমপি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, শুক্রবার, ৪ মে ২০১৮ | ৫০০

তথ্য প্রতিম›ত্রী অ্যাড. তারানা হালিম এমপি বলেছেন, বিএনপি ও জামায়াতের সময় জঙ্গীবাদের উত্থান হয়েছে। আপনারা যদি স্বরণ করেন সেই সময়ে প্রেসক্লাবে ঘোষনা দিয়ে আনসারুল্লা বাংলা টিমের উদ্ভব হয়েছিল।

হিযবুত তাহরির, ইসলামি ঐক্যজোট হিযবুত তাওহিদসহ সকল উগ্রবাদী, মৌলবাদি, জঙ্গীবাদী গোষ্ঠির উদ্ভব হয়েছিল সেই সময়ে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গাইলের নগরপুর থানা পুলিশ আয়োজিত থানা কমপ্লেক্স গ্রাউন্ডে মাদক ও জঙ্গী বিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জীবনের ওপর ১৯ বার হামলা হয়েছিল তার প্রাণ নাশের জন্য। আর কারো জীবনের ওপর এতবার হামলা হয়নি। এসব হামলার পৃষ্ঠপোষক জঙ্গীবাদের জনক বিএনপি জামায়াত জোট।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফসার উদ্দিন খানের সভাপতিত্বে ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমূখ।

সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম বলেন, কোন দলের জন্য নির্বাচন বসে থাকবে না। যথাসময়ে সিংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠ নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে।