যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে মহান মে দিবস পালিত


টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিনভর বিভিন্ন সংগঠনের আয়োজনে নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে এ মহান মে দিবস ২০১৮ পালিত হয়।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, অটো রিক্সা আটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন, মটরবাইক কল্যান সমিতি, কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি ফার্ণিচার ও বার্নিশ শিল্প শ্রমিক ইউনিয়ন, নির্মান প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অটো রিক্সা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন সকালে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বর্নাঢ্য বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেনের নেতৃত্বে র্যালিটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, মো. নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক কুদরত আলী, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু প্রমূখ।