খালেদার কারাদেণ্ডর প্রতিবাদে

বিএনপি’র ৩ দিনের কর্মসূচি ঘোষণা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬২

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে আগামী সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার অনশন করবে বিএনপি।

শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে রাখা হয়েছে।