সাপাহারে জমজম ব্যবসায়ী সমবায় সমিতির
পরিচালকের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন


নওগাঁর সাপাহারে জমজম ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক আবু নৈয়ম মাসুমের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবর বিকেল সাড়ে ৫ টায় সাপাহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সদস্য ও মাঠকর্মী লিমন বাবু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাপাহার বাজারে জমজম সমিতি নামে একটি ক্ষুদ্র সমিতির সদস্য ও মাঠকর্মীর দায়িত্বে ছিলেন। গত ৪/২/২০১৫ ইং তারিখে সমিতির পরিচালক আবু নৈয়ম মাসুম সমিতির অফিস বন্ধ করে দিয়ে সকল সদস্যদের টাকা ও কাগজপত্র নিয়ে জেলার মহাদেবপুরে পালিয়ে যান। পরবর্তীতে সমিতির পরিচালক সমিতির বিভিন্ন সদস্যদের নামে লক্ষ লক্ষ টাকা দাবি করে চেকের মিথ্যা মামলা দায়ের করেন। গত ২৩/১২/২০১৫ ইং তারিখে আবু নৈয়ম মাসুম ডেভেলপমেন্ড ব্যাংক লি: নওগাঁ শাখায় লিমন বাবুর নামে সিডি-২২ নং ও সমিতির সদস্য রিয়াজ উদীনের নামে সিডি-২৩ নং অ্যাকাউন্ট চালু করে ব্যাংক থেকে চেক গ্রহণ করে। ওই দুইটি অ্যাকাউন্ট থেকে কখনো কোন লেনদেন হয়নি। এ বিষয়ে মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামের আব্দুল মতিন নামে এক ব্যাক্তি তাকে সহযোগীতা করেন।
আবু নৈয়ম মাসুম নওগাঁ আদালতে সমিতির সদস্য ও মাঠকর্মী লিমন বাবুর নামে ৩০ লক্ষ টাকার চেকের মামলা করেন (মামলা নং- ৪৭৮/১৬)। পতœীতলা উপজেলার দিবর মধ্যপাড়ার সাইদ উদ্দীনের ছেলে সদস্য রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার চেকের মামলা করেন (মামলা নং- ৩৭৬/১৬)।
সমিতির সদস্য ও মাঠকর্মীরা সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী ও ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দীনকে বিষয়টি জানানো হয়। তারা একটি সমাধানের ব্যবস্থা গ্রহণ করলে প্রতারক আবু নৈয়ম মাসুম দুই চেয়ারম্যানের বিরুদ্ধেও ১৬৪/১৭ সিআর মামলা দায়ের করেন। তবে সমিতির সদস্যরা ১০ লক্ষ টাকা দিলে মামলা তুলে নিবে বলে ও জানায় আবু নৈয়ম মাসুম। সংবাদ সম্মেলন থেকে বিষয়টির প্রতিকার ও সমিতির পরিচালক আবু নৈয়ম মাসুমের শাস্তি দাবী এবং মিথ্যে মামলা থেকে অব্যাহিত চান সমিতির সদস্য ও মাঠকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সমিতির সদস্য রিয়াজ উদ্দীন, গ্রাহক নাসির উদ্দীন মাষ্টার সহ অন্য সদস্যরা।
এ বিষয়ে সমিতির পরিচালক আবু নৈয়ম মাসুম বলেন, লিমন বাবু ছিল আমার সমিতির ম্যানেজার। সে সমিতির অন্যান্য সদস্যদের কাছ থেকে টাকা তুলে আত্মসাত করেছে। আর টাকার জন্যই আদালতে মামলা করেছি।