মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২ এএম, মঙ্গলবার, ১ মে ২০১৮ | ৪৫৬

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানের চালক শাওন মিয়া (২৫) নিহত হয়েছে। এসময় তাঁর সহকারি মামুন মিয়া (৪০) আহত হয়েছেন। আহত মামুন মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের বাড়ি গাজীপুরের কাশেমপুর এলাকায় বলে জানা গেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকাগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-৮৪৯০) সঙ্গে উত্তরাঞ্চলগামী পাবনা এক্সপ্রেস যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক শাওন মারা যান।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. ফজলুর রহমান জানান, নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারি পলাতক রয়েছেন। আইনী পত্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।