প্রধানমন্ত্রীর সঙ্গে থাই রাজকুমারীর সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশে সফররত থাইল্যান্ডের রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়।
এ সময় থাই রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন বাংলাদেশ সফরের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার দিনের সফরে আসা থাই রাজকুমারী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ঘুরে দেখেন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। সফরের শেষ দিনে থাইল্যান্ডের রাজকুমারী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
গত ২৮ মে মহা চক্রি সিরিনধর্ন ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।