কালিহাতীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:১৭ এএম, রোববার, ২৯ এপ্রিল ২০১৮ | ৪৮৭

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

গতকাল রাতে উপজেলার চেচুয়া গ্রাম থেকে ২৪০পিস ইয়াবাসহ শামীম আল মামুনকে আটক করা হয়। র‌্যাব ১২ সিপিসি ৩ এর প্রেসবিফিং এ তথ্য জানানো হয়।

প্রেস বিফিং এ আরো জানায়, গোপন সংভাদের ভিত্তিতে র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলামের নেতৃত্বে কালিহাতী উপজেলার চেচুয়া গ্রাম থেকে হিন্নাইপাড়ার মোঃ আবুল হাশেমের ছেলে শামীম আল মামুনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শামীম দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দেয়।

এ বিষয়ে কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়।