আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী এম. এ রৌফ নির্বাচনী আলোচনা সভা


টাঙ্গাইল আসন্ন পৌরসভা নির্বাচনে আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ রৌফ এর নির্বাচনী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় (২৮ নভেম্বর) পৌরসভার ৫ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন আ’ লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ রৌফ।
জেলা আ’ লীগের কৃষি বিষায়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঞ্জু এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রফিকুল,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,আওয়ামী নেতা মোশারফ হোসেন।