প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৭ এএম, রোববার, ২২ অক্টোবর ২০১৭ | ৪২৫

খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমলছড়ি ইউনিয়নের খ্রীষ্টানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস-এমএন লারমা গ্রুপ) কর্মী সমায়ুন চাকমা(৪৫) নিহত হয়েছে।

কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাপ্রু মার্মা মুঠোফোনে জানান, সন্ধ্যায় খ্রীষ্টানপাড়ার বাসিন্দা সমায়ুন চাকমাকে কে বা কারা গুলি করে হত্যা করেছে বলে খবর পেয়েছি। পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ আসলে ঘটনাস্থলে যাব।


শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান,নিহতো সমায়ুন চাকমা জেএসএস-এমএন লারমা গ্রুপের সক্রিয় সদস্য ।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থকরা তাকে হত্যা করে থাকতে পারে। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমাকে মুঠোফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি।