ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ি নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তাজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ইন্তাজ উদ্দিন নালিতাবাড়ি উপজেলার ঘাটপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ১৭ ডিসেম্বর সোমবার সকাল ১০ঘটিকায় নালিতাবাড়ি থেকে ইজি বাইক যোগে শেরপুরে যাওয়ার সময় কালিবাড়িতে পৌঁছালে একটি শিশুকে বাইকের চাপা থেকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাইকটি উল্টে গেলে ইন্তাজ উদ্দিন ঘটনাস্থলেই মৃতে্যুবরণ করেন।
খবর পেয়ে থানা পুলিশ ইজি বাইক ও ইন্তাজ উদ্দিনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।