বগুড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ এপ্রিল) শহরের নবাববাড়ী রোডে এ কর্মসূচী পালন করে দলটি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর হেনা, লাভলী রহমান, কেএম মাহবুবর রহমান হারেজ, মাহবুবর রহমান বকুল, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, তাহা উদ্দিন নাহিন, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আরেকটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে সরকার। তাই খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। কিন্তু আজকের শপথ, জনগণ বুকের রক্ত দিয়ে হলেও খালেদা জিয়া বিহীন নির্বাচন প্রতিহত করবে