ভূঞাপুরে 'সরিষা' উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের সাথে কারিগরি আলেচনা


'কৃষিই সমৃদ্ধি' এ শ্লোগানকে সামনে রেখে তেলজাতীয় ফসল সরিষা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও স্থানীয় কৃষকদের সাথে কারিগরি আলেচনা সভা করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা পশ্চিম পাড়ায় আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চলনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিজ প্রত্যয়ন অফিসার বিএম রাশেদুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন ,অতিরিক্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি হযয়ত আলী প্রমুখ।