কিমের সঙ্গে আলোচনা ভালো না লাগলে বেরিয়ে যাব- ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | ৪৩২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পূর্বপরিকল্পিত আলোচনা যদি ফলপ্রসূ না হয়, সেক্ষেত্রে তিনি সভা বর্জন করবেন। ট্রাম্প বলেন, যদি উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে পারমাণবিক ছাড়ে সেক্ষেত্রে দেশটির অনেক সুযোগ অপেক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনা ভালো না লাগলে বেরিয়ে যাব।

ট্রাম্প জানান, যদি তার সরকার মনে করে আসন্ন বৈঠকটি সফল হবে না, তবে তারা ওই সম্মেলনে যোগ দিবেন না। অবশ্য নজিরবিহীন এই শীর্ষ সম্মেলনের সফলতার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদীও বলে জানান। তবে পারমাণবিক অস্ত্র বর্জন না করা পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, এক টুইট বার্তায়, উত্তর কোরিয় নেতা উনের সঙ্গে সিআইএ পরিচালক মাইক পম্পেও’র গোপন বৈঠকের কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

আগামী জুনের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প। তবে এই বৈঠকের দিন-তারিখ এখনো নির্দিষ্ট হয়নি।