টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৫৪০

বাংলাদেশ প্রতিদিন ১২ তম বর্ষ পেরিয়ে দুই যুগে প্রবেশ উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি নাসির আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিল ইউপি’র চেয়ারম্যান মির্জা রাজিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।

এসময় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিন এর ১২ তম বছর পূর্তি ও ১৩ তম বর্ষে পদার্পণ উদ্বোধন করেন।