টাঙ্গাইলে জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে

বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিরতণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭ | ৬০৫

টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জয়যাত্রা ফাউন্ডেশন। আজ শুক্রবার জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যাকলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে তারা।


জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের ব্র্যান্ড এমবাসিডর চলচ্চিত্র অভিনেতা ওমর সানি।

বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া ও টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শিবপুর গ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রধান অতিথি ওমর সানি ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের রাস্তাগুলোও মেরামতের জন্য প্রতিশ্রæতি দেন জয়যাত্রা ফাউন্ডেশন।