সখীপুরে বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় সাতজনকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ পিএম, সোমবার, ৬ এপ্রিল ২০২০ | ৪২৫

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস মোকাবেলায় বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরির অপরাধে সাত ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। ওই সাতজনের প্রত্যেককেই এক হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম আসমাউল হুসনা লিজা বলেন, বাইরে অপ্রয়োজনীয় ঘোরাফেরার অপরাধে সাতজনকে সাত হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।