বাসুলিয়ায় নৌকা বাইচ ১৬ সেপ্টেম্বর

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭ | ৬০৭
ফাইল ছবি। -আলোকিতপ্রজন্ম.কম

টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় (চাপড়াবিল) শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নৌকা বাইচ প্রতি বছরের ন্যায় এবারো এ মাসের ১৬ তারিখ (শনিবার) অনুষ্ঠিত হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সংগ্রাম বিষয়টি নিশ্চিত করেছেন।


রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, নৌকা বাইচের পুনঃনির্ধারিত তারিখ এ মাসের ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। নৌকা বাইচ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


উল্লেখ, বন্যা পরিস্থিতি অবনতির কারণে নির্ধারিত ৪ সেপ্টেম্বর বাসুলিয়ায় নৌকা বাইচ স্থগিত করা হয়েছিল।