মোকামতলা বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগীতা

খা‌লিদ হাসান
প্রকাশিত: ০৫:২৬ পিএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৪৮৯

বগুড়ার শিবগ‌ঞ্জের মোকামতলা বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগীতা ও স্বাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার (২২ এ‌প্রিল) বিক‌া‌লে অনু‌ষ্ঠিত উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বগুড়া ২ শিবগঞ্জ অাস‌নের জাতীয় সংসদ সদস্য বীর মু‌ক্তি যোদ্ধা শ‌রিফুল ইসলাম (জিন্নাহ)।

স্থানীয় ইউ‌পি সদস্য র‌ফিকুল ইসলা‌মের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন অত্র বিদ্যাল‌য়ের সভাপ‌তি জনাবা মোহসীনা অাকতার।‌

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মোকামতলা ইউ‌নিয়ন অা'লী‌গের সভাপ‌তি ফজলার রহমান দুলা সরদার,বীর মু‌ক্তি যোদ্ধা অাব্দুল বারী,‌মোকামতলা ম‌হিলা ক‌লে‌জের অধ্যাক্ষ অাতাউর রহমান,‌মোকামতলা প্রাথ‌মিক ‌বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,ইউ‌নিয়ন জাতীয় পার্টীর সাধারণ সম্পাদক র‌বিউল হাসান মাসুদ,‌মোকামতলা ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও অ‌ভিভাবক সদস্য জা‌কির হো‌সেন সাজু প্রমুখ।প‌রে স্কু‌লের শিক্ষার্থী‌দের প‌রি‌বেশনায় এক ম‌নোজ্ঞ স্বাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।