গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত শিশুসহ ৪; আহত ১৫

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৪৯৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন ঘটনাস্থলে নিহত ও ১৫ জন আহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরমুখী বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-১৫-০০২৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এক শিশুসহ ঘটনাস্থলে চারজন নিহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।