টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ এএম, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ | ২৭৩

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধরবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা নামক স্থানে বৃহস্পতিবার(৭ আগস্ট) ভোরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হচ্ছেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চর গ্রামের আলামিন(৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া(৩৫) ও একই জেলার সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা(৩২)। আহত ব্যক্তির নাম মো. সানী(১৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পান্ডরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে জামালপুরগামী পিকআপ ভ্যান ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। 

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার বিলাসপুর এলাকার বটলায় জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ও মোটরসাইকেলের চালক এবং একজন আরোহী মৃত্যুবরণ করে। গুরুতর আহতাবস্থায় সানী নামে এক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।