মধুপুরে আগুনে পুড়লো দুইটি বাড়ি ও দোকান


টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ী বাজারে ভয়াবহ আগুনে দুইটি বাড়ি ও একটি দোকানঘর পুড়ে গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে এ ঘটনা ঘটে
জানা গেছে, চাপড়ী বাজারের দক্ষিণ পাশে বসবাসরত নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রর বসতবাড়িতে প্রথমে আগুন লাগে। পরে সে আগুন বাড়ির পার্শ¦বর্তি পালাশ ও চান মিয়া খানের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানায়, দোকান ও বসতবাড়ি মিলে অনেক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।