পত্নীতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৯ পিএম, শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৪৫৪

গ্রাম থেকে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে ও সহযোগিতার জন্য নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর আখিরা পাড়ায় দিন ব্যাপী ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু” এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার দিন ব্যাপী প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ও ডাচ্ বাংলা ব্যাংক মধইল শাখার সহযোগিতায় শতাধীক অসহায় গরীব ও সর্ব সাধারনের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি গ্রাম এলাকায় সফল ভাবে স্বাস্থ্য সেবায় পরামর্শ দিতে সক্ষম হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দর রাজ্জাক, উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, ৬নং কৃষ্ণপুর ইউনিয়ন সদস্য আব্দুল মতিন,প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর আবু হোসেন,শহিদুল ইসলাম রুপক,জাহাঙ্গীর আলম জাকির প্রমুখ।