অর্থ অাত্মসা‌তের অ‌ভি‌যো‌গে রুপালী ব্যাংক ম্যানাজা‌রের দুই দি‌নের রিমান্ড

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৪৫২
বগুড়ার মহাস্থান রুপালি ব্যাংক শাখার ম্যানেজার জোবায়ের রহমানকে অর্থ আত্মসাতের অভিযোগে ২দিনের রিমান্ড দিয়েছে আদালত।
 
বুধবার (১৮ এ‌প্রিল) দুপুরে দুদকের পক্ষ থেকে ৭দিনের রিমান্ড চাইলে ২দিনের রিমান্ড মন্জুর করেন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম।
 
দুদক সূত্রে জানা যায়, মহাস্থান রুপালী ব্যাংকের এ ম্যানেজার ২কোটি ৬৯ লাখ ১হাজার আটশ এক টাকা ভুয়া পে-অর্ডারের মাধ্যমে উত্তোলন ক‌রে আত্মসাত করে পা‌লি‌য়ে যায়।প‌রে তা‌কে শরিয়তপুর থেকে গ্রেফতার ক‌রে র্যাব।