চিকিৎকদের মাঝে উপজেলা প্রশাসনের পিপিই বিতরণ

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৫ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | ৪১০

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির সমন্বয় মিটিং শেষে দশসেট পিপিই, হেক্সিসল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোটমনির। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার প্রমূখ। এ সময় সেনাবাহিনীর কয়েকজন সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।

ইউএনও বিকাশ বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের মতো সংক্রোমক ব্যাধিতে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রধান করতে চিকিৎকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। এরই অংশ হিসাবে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশসেট পিপিইসহ স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।