জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর - ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন সুস্থ ও সৃষ্টিশীল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
খেলাধুলা শিক্ষার্থীদের মনে নির্মল আনন্দ দেয়। ক্রীড়ার সঙ্গে দেহ ও মনের সুসম্পর্ক রয়েছে। নিজেকে আলোকিত মানুষ তৈরি করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
বর্তমান সরকার খেলাধুলার দিকে নজর দেওয়ার ফলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে। মেয়েরা আজ পিছিয়ে নেই। ক্রীড়া ক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করছে।
আজ সোমবার ৩০ এপ্রিল সকালে উড়ন্ত বলাকা যুব সংঘ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এসময় আরোও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।