জনসমাগম রুখতে হাট ইজারাদারকে জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | ২০৫

টাঙ্গাইলের নাগরপুরে জনসমাগম রুখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। তারপরও কোন সুফল পাচ্ছিল না প্রশাসন। কোন কারন ছাড়াই ঘর থেকে বের হওয়া মানুষের অভ্যাসে পরিনত হয়েছে।

তাছাড়া এত দিনের প্রচেষ্টাতেও সাপ্তাহিক হাটগুলো বন্ধ হচ্ছিল না। অবশেষে প্রশাসন মানুষের অকারনে সমাগম রুখতে কঠোর হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দিনভর নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা উপজেলার পানান, তেবাড়িয়া ও খোরশেদ মার্কেটের সাপ্তাহিক হাট বন্ধ করে দেয় এবং পানান হাটের ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

শুক্রবার সকাল থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে বঙ্গবন্ধু সেনানিবাসের সেনাসদস্যরা ও নাগরপুর থানা পুলিশ উপজেলার তেবাড়িয়া, নাগরপুর সদর, সহবতপুর ইউনিয়নে গিয়ে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করেন।

সাপ্তাহিক হাট বন্ধের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও পানান, তেবাড়িয়া ও খোরশেদ মার্কেটে সাপ্তাহিক হাট চালু থাকায় তৎক্ষণাৎ তা বন্ধ করে দেন। আর পানান হাটের ইজারাদারকে দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের নিকট প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়া অব্যাহত রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১১এপ্রিল পর্যন্ত নাগরপুর উপজেলাবাসিকে নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানান তিনি।