মির্জাপুরে পলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১ পিএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ২০০

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী। রোববার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার তেলিনা পূর্ব পাড়ার কৃষক জুলহাস মিয়ার কিশোরী কন্যা খাটিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সানজিদার (১৩ ) বিয়ে হবার কথা পার্শ্ববর্তী গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) আজগর হোসেন এই খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। বরপক্ষ কনের বাড়িতে পৌছানোর আগেই পুলিশ ওই বাড়িতে হাজির হয়। পরে মেয়ের অভিভাবকের মুচলেকা নিলে কিশোরী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায়।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন খবর পাওয়া মাত্রই পুলিশ কনের বাড়িতে গিয়ে অভিভাবকের মুচলেকা গ্রহনের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়।