পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। লাহোরের পূর্বাঞ্চলের পূর্বঘোষিত লংমার্চে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।
তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ জানিয়েছে, এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তবে সূত্র বলছে, ৭০ বছর বয়সী এ নেতা এখন আশঙ্কামুক্ত।