পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ | ৩২৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। লাহোরের পূর্বাঞ্চলের পূর্বঘোষিত লংমার্চে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।

তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ জানিয়েছে, এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তবে সূত্র বলছে, ৭০ বছর বয়সী এ নেতা এখন আশঙ্কামুক্ত।