সখীপুরে সরকারী জলাশয় দখলের প্রতিবাদে

সৌখিন মৎস্য শিকারীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ৪৯৩

টাঙ্গাইলের সখীপুরে সরকারী জলাশয়-ডোবা দখল ও ভরাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা সৌখিন মৎস্য শিকারী সমিতি এ কর্মসূচির আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্রধিক সৌখিন মাছ শিকারী তাদের মাছ ধরার সরঞ্জামাদিসহ এ বিক্ষোভ মিছিল করেন।

পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা মাঠে সমাবেত হয়। পরে উপজেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির আহবায়ক মো. আবেদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা, সাবেক পৌর প্যানেল মেয়র বিল্লাল শিকদার, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার শিকদার, কাউন্সিলর মো. শহিদ শিকদার, বাউল আবুল সরকার, তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা সরকারী জলাশয় দখল ও ভরাট বন্ধ করে সর্বসাধারণের মাছ শিকারে উন্মুক্ত করার দাবি জানান।