বগুড়ায় ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক

খা‌লিদ হাসান
প্রকাশিত: ০৬:৩১ পিএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ২২৬
বগুড়ায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে অাটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে শহরের ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকায় অভিযান চালিয়ে তা‌দের আটক করা হয়। এসময় তা‌দের কা‌ছে থাকা ছিনতাই হয়ে যাওয়া মোটরসাইকেল ও দু’টি ছোরা ও জব্দ করা হয়।
 
আটকৃতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে উজ্জল হোসেন ওরফে সেলিম (৩০), আফতাব আলী প্রামাণিকের ছেলে এমদাদুল হক ওরফে হৃদয় (২৫), হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে শুভ ওরফে রনি ও একই উপজেলার পশ্চিম বড়াই গ্রামের সিরাজের ছেলে শাহিন (২২)।
 
রোববার (১৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএস মোর্শেদ হাসান ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
র‌্যাব জানায়, শুক্রবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার আলোহালি পদ্মপুকুর এলাকায় জনৈক সুলতানকে ছোরা দিয়ে গলা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়