বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:২৪ পিএম, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ | ৫৩১

২৭ ফেব্রুয়ারী শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামের অডিটোরিয়াম কক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০-২১ সিজনের  খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সহ-সভাপতি আব্দুর রেীউফ খানের সভাপতিত্বে খেলোয়াড় নিলাম পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-পরিষদের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আনিসুর রহমান আলো, সদস্য জহিরুল হক সম্রাট,শামসুল হক শামসু, আম্পায়ার আলী আজম, শাহ আব্দুল আজিজ বাপ্পী, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি,দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকা ও অনলাইন টি-নিউজ পোর্টালের স্পোর্টস রিপোর্টার মোজাম্মেল হক ও  সাবেক ক্রিকেটার  আব্দুর রহমান, জর্জ ও রিপন সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার লীগে অংশগ্রহনকারী ১০টি দলের র্কমকর্তাবৃন্দ।

খেলোয়াড় নিলামের পর ”ড্র” মাধ্যমে দুই গ্রুপের দলগুলো হলো“ক”গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন কাপাপো ক্রীড়া চক্র,ইর্ষ্টান র্স্পোটিং ক্লাব, প্যারাডাইস পাড়া ক্লাব, প্রগতিশীল স্বদেশী সংঘ ও টাঙ্গাইল ক্রিকেট ক্লাব।

“খ” গ্রুপে থানাপাড়া ক্লাব, ইয়ং স্পোটিং ক্লাব, সিটি ক্লাব,  মারুফ স্মৃতি সংঘ ও স্কয়ার ক্রিকেট ক্লাব।

খেলোয়াড় নিলামের শুরুতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের টাঙ্গাইলের তারকা ক্রিকেটার মেহেদী মারুফকে ৫০  হাজার টাকায় দলভুক্ত করে করটিয়ার মারুফ স্মৃতি সংঘ।

তবে সর্বোচ্চ দাম উঠেছে নিলামে নাজমুল হোসেন মিলনের। এসএসএস এনজিওর ক্রীড়া প্রতিষ্ঠান ইয়ং স্পোটিং ক্লাব ৬৫ হাজার টাকায় দ্বিতীয় ডাকে দলভুক্ত করেন।

এছাড়া ২৪ হাজার টাকায় রাফসান জানী থানাপাড়ায় ও জয়রাজ শেখ ইমনকে ২৫ হাজার টাকায় থানাপাড়া ইষ্টার্ন ক্লাব দলভুক্ত করেন।

প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে নিলামে ডাক উঠেছে সিটি ক্লাবের রিজান (৪১হাজার), মারুফ স্মৃতি সংঘের সাজিব (৩২ হাজার),থানাপাড়ার শাহীন (৩১ হাজার), স্কয়ার ক্লাবের রজিন( ৪০ হাজার), ইস্টার্ন স্পোটিং ক্লাবের আদনান(২৪ হাজার), থানাপাড়ার ইমতিয়াজ (৩১ হাজার) ও থানাপাড়ার সানি ও মারুফ স্মৃতি সংঘে রানার ডাক উঠেছে ২০ হাজার।

দল গঠনে বেশী খরচ হয়েছে থানাপাড়া ক্লাবের। তাদের খরচ এক লক্ষ চুয়াতুর হাজার টাকা। দ্বিতীয় খরুচে দল করটিয়া মারুফ স্মৃতি সংঘ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা। তৃতীয় ইয়ং স্পোটিং ক্লাব এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা। এরপর থানাপাড়া ইস্টার্ন স্পোটি ক্লাব এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা। সিটি ক্লাব এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা। টাঙ্গাইল ক্রিকেট ক্লাব এক লক্ষ ৪ হাজার টাকা, প্রগতিশীল স্বদেশী সংঘ একান্নবই হাজার টাকা। প্যারাডাইস পাড়া ক্লাব উনব্বই হাজার টাকা, বর্তমান চ্যাম্পিয়ন কাপাপো ক্রীড়া চক্র আটান্ন হাজার পাঁচশত টাকা। স্কয়ার ক্রিকেট ক্লাব সবনিম্ন একপঞ্চাশ হাজার টাকা। 

খেলোয়াড় নিলামের পর দলভুক্ত খেলোয়াড়বৃন্দ হলোঃ-

থানাপাড়া ইস্টার্ন স্পোটিং ক্লাবঃ জয়রাজ শেখ ইমন, সুমন, নাবিল, ইয়াসির আরাফাত, টিপু, মুন্না, আদনান, রকি, পার্থ, সোহেল, তুহিন, লিমন, শামিউল,সোহাগ ও সালাম।

থানাপাড়া ক্লাবঃ রাফসান জানী, শাহীন, ইমতিয়াজ, সানি, রনি, তাসিন, সাদ্দাম মনির, শিপলু, উদয়, বিজয়, নিশাত, সোহাগ, সানি, রাফি ও আজাদ।

প্রগতিশীল স্বদেশী সংঘঃ রাসেল, সুমন, প্রিতম, টিটু, রিফাত, রিয়াসাত, তুষার, সজল, ফাহাদ, সৈকত, মুন্না ও রাকিব।

স্কয়ার ক্রিকেট ক্লাবঃ জহির, সজিব, রিয়াদ, রজিন, জসিম, সাইফ, রাহাত, রওনক হরিজন, সুমন, রাকিব, শান ও সবুজ।

প্যারাডাইস পাড়া ক্লাবঃ নাজুমল হোসন দিপু, আরিফ, তুষাল সিদ্দিকী, রবিন সরকার, শিশির, শক্তি, আশিক, অন্তর, সেলিম, নাজিম উদ্দিন রিফাত, ইফতি, মাইন, তানভীর ও হাসান।

ইয়ং স্পোটিং ক্লাবঃ নাজমুল হোসেন মিলন, সাদি, লোহিত, হৃদয়, সুমন, রাসেল খান, দ্রব, হামিম, রাজিব, খালিদ ও মুগ্ধ।

সিটি ক্লাবঃ আরিফ হোসেন মুন, সোহাগ, রিজান, দেবাশীষ, জনি, আবির, সাগর, রিফাত, আরিফ, মেহেদী ও উত্তম।

মারুফ স্মৃতি সংঘঃ মেহেদী মারুফ, সজিব,রানা, জয়, রাহাত, জুবায়ের, তপু, সাদেক খান, নাসির, অনিক, নয়ন, র্পাথ, সাব্বির ও আরিফ।

টাঙ্গাইল ক্রিকেট ক্লাবঃ সজিব, রেকাব, অনিক, মিলন, সুজন, সাদ্দাম, বিদ্যুৎ, তাজামুল, নাহিদ, সোহাগ, রাসেল ও সালমান।

কাপাপো ক্রীড়া চক্রঃ রিমন, শান, পাপ্পু, সকাল, জনি, রাফি, উদয়, হৃদয়, দিপু, রিফাত, সজিব শেখ, আসাদ ও শফি।