নাটোরে ২১ শিক্ষার্থী পেল অনুদানের অর্থ

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৫৮০

নাটোরের বাগাতিপাড়ায় ২১ জন শিক্ষার্থীকে দেওয়া হলো অনুদানের অর্থের চেক। সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে এসব শিক্ষার্থীদের মোট ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

রবিবার সকালে উপজেলা চত্ত¡রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে এসব চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম সাদেকুর রহমান।

/ফিরোজ আহমেদ