নাটোরে বিজয় ফুল উৎসব পালিত

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪১ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৪৭৩

নাটোরে জেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব পালিত হয়েছে। রোববার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজয় ফুল তৈরি সহ মোট নয়টি ইভেন্টের তিনটি ভিাগে প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা (রাজস্ব) শরিফুন নেছা এবং নাটোর সদরের উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আখতার বানু।