চিকিৎসায় এগিয়ে আসুন
পঞ্চম শ্রেণির ছাএ সাকিবের দুটি কিডনি নষ্ট


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাকিব পঞ্চম শ্রেণির ছাত্র।
সাকিব সমাপনী মডেল টেস্ট পরীক্ষায় এ-গ্রেড পেয়েছে। হত দরিদ্র পরিবারের ছেলে সাকিব, বাবা ভ্যান চালক, মা ঢাকায় গার্মেন্টস কর্মী। অভাব অনটনের সংসার চালাতে না পেরে মা ঢাকায় গিয়েছে, বাবাও তেমন কর্মক্ষম না। এর মধ্যে সাকিবের শরীরে দানা বেঁধেছে কিডনিজনিত সমস্যা।
ধীরেধীরে সাকিবের শরীর ফুলে যাওয়ায় তাকে ঠাকুরগাঁও হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সাকিবের দুটি কিডনি নষ্টের দিকে। এই কথা শোনার পর বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।
সাকিবের বাবা মা চায় সন্তান যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। সাকিব সকল বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়ে বলেন, "আমি সমাপনী পরীক্ষা দিয়ে লেখাপড়া করতে চাই, আসুন আমাকে সাহায্য করে সুস্থ করুন। আমিও আপনাদের সন্তানের মত, আপনার সন্তান হলে কি চুপ করে থাকতে পারতেন?"
সাকিবের চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। সাকিবের সুস্থতার জন্য আপনার এতটুকু সাহায্য ওকে বাঁচাতে পারে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জানি আপনারা শিশুটির পাশে দাঁড়াবেন আর আল্লাহ আপনাদের মঙ্গল করবেন।
সাকিবকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ করুনঃ ০১৭১৭৮৭৮৯৫৭
সাকিবের ভাই শামিম, বীরগঞ্জ, দিনাজপুর প্রয়োজনে:০১৭১৮৯১১১০৪