টঙ্গাইলে বিশ্ব হোমিও প্যাথিক দিবস ও হ্যানিম্যানের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | ৫০০

টাঙ্গাইলে জেলা হোমিও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশ্ব হোমিও প্যাথিক দিবস ও ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

১৩ এপ্রিল শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এস হাসান।

হোমিও পেশাজীবি সমিতির সভাপতি আলহাজ্ব ডা. এস.এস. কাদরি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আ.ন.ম বজলুর রহীম রিপন, ঔষধ তত্ত্ববাধায়কের প্রশাসক মো. আব্দুল বারী, ডা. হরিমোহন সরকার, হোমিও লন্ডনের এমডি দিলীপ কান্তি দাস, স্বাধীনতা হোমিও চিকিৎসা পরিষদের সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ। এসময় বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ডের সদস্য ডা. কায়েম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় টাঙ্গাইলের হোমিও প্যাথিক ডাক্তাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মো. জাহিদুল ইসলাম।