পৌর এলাকায় মুক্তির খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৮৯৫

প্রাণঘাতী করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্বের মানুষ। এই ভয়াল মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা লাখে ছাড়িয়েছে। দেশে করোনা প্রতিরোধে চলছে লকডাউন এর ফলে মানুষ এখন কর্মহীন। টাঙ্গাইলে এই কর্মহীন মানুষের পাশে সাবেক পৌর মেয়র ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান মুক্তি।

ইতিমধ্যে মুক্তির নিজ অর্থয়ানে পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এবং তিনটি ওয়ার্ড চলমান আছে। পর্যায়ক্রমে সদর উপজেলার ১২টি ইউনিয়ন গুলোতে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

আজও এই সাবেক মেয়রের পক্ষে মঙ্গলবার (১৪এপ্রিল) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ডে ৫শ পঞ্চশ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান-মো:আব্বাস আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর-মইনুল ইসলাম লিটন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব প্রমুখ ।