টাঙ্গাইলে ১৫০ ইয়াবা ও মোবাইলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | ৪৭৪

টাঙ্গাইলে ১৫০ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৩ এপ্রিল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল কালিহাতি উপজেলার ঢোলকান পালপাড়া গ্রাম থেকে কাশেম মাষ্টারের বাড়ীর পশ্চিম পার্শ্বে ব্রিজের উপর অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার কোনাবাড়ী থানার মো. বিল­াল হোসেনের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৩৪) এবং কালিহাতী উপজেলার ঝগীপাল গ্রামের মেজবা উদ্দিন এর ছেলে মোঃ উজ্জল মিয়া (৪০)।

সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।

বিজেও-১৩৮৬১, ডিএডি মোঃ আবু নছর ফারুক আলম র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি মামলা দায়ের করেন।