নাগরপুরে ওয়ারেন্টেভূক্ত ৬ আসামী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ | ৪৩৩

টাঙ্গাইলের নাগরপুরে ওয়ারেন্টেভূক্ত ৬ আসামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হচ্ছে, সুদামপাড়া গ্রামের মৃত আব্দুল হাই ছেলে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহে আলম সাবু , ঐ গ্রামের মো.আলী ছেলে মোঃ আব্দুল আলিম ,বাবনা পাড়ার গ্রামের সামছুল হক হিরন মিয়ার ছেলে আসাদুজ্জামান পলাশ ,বলারামপুর গ্রামের বুইদা শেখ ছেলে আলম শেখ, গোবিন্দপুর গ্রামের দানেজ আলী ছেলে হায়দার আলী, কোকাদার গ্রামের মো. আলী হোসেনের ছেলে শাহাদৎ হোসেন । গ্রেফতারকৃতদের শক্রবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃত নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ওয়ারেন্টে আসামী।