আসছে হাবিবের ‘ঝড়’ শিরোনামের নতুন গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ | ৫৯৬

পয়লা বৈশাখ উপলক্ষে ‘ঝড়’ শিরোনামের নতুন একটি গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।সম্প্রতি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে । 

‘ঝড়’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ‘ঝড়’ গানটি তৈরি হয়েছে গানচিল এর ব্যানারে। মজার ব্যাপার হলো, হাবিবের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ। গানটিতে ফেরদৌস ওয়াহিদকে দেখা যাবে প্রেমিকার বাবার চরিত্রে । এছাড়াও গানটিতে মডেল হয়েছেন অদিত, তৌফিক ও প্রীতম হাসান ।

জানা গেছে, এই মিউজিক ভিডিওর গল্পে হাবিবের প্রেমিকা শার্লিনা হোসেন। শার্লিনা হোসেন এর আগে হাবিবের ‘চলো না’ গানের মডেল হয়েছেন।

এমএমআর