লক্ষ্য অর্জনে সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে একাব্বর হোসেন এমপি


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কারন সকল উন্নয়নের ভীত হচ্ছে মানসম্মত প্রাথমিক শিক্ষা।
তিনি বৃহস্পতিবার সকালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এাকথা বলেন।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ল্যাপটপ বিতরন অনুষ্ঠানটি পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাজহারুল ইসলম শিপলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত, প্রাথমিক শিক্ষক সমিাতর সভাপতি সহিনুর রহমান খান, পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুন্নেছা খানম প্রমুখ।
এমপি একাব্বর হোসেন বলেন আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। তাই এই শিশুদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে আরো মজবুত করতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
এমপি একাব্বর হোসেন আরো বলেন ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নের জন্য মাল্টিমিডিয়া ক্লাশ একটি দিক। তিনি সরকারের এই লক্ষ্য অর্জনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে মোট ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হয়। এনিয়ে মির্জাপুর উপজেলার ৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হল বলে উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।