প্রিয়াঙ্কা নিকের বিয়ের খবরে খুশি নন কঙ্গনা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৪৫৯

বি-টাউন আপাতত প্রিয়াঙ্কা-নিকের বাগদান নিয়ে সরগরম। অক্টোবরের ঠিক কোনদিন প্রিয়াঙ্কা নিকের বিয়ে হচ্ছে তা নিয়েই জল্পনায় ব্যস্ত সকলে। আলোচনা হচ্ছে আমন্ত্রিতদের তালিকা নিয়েও। তবে এসবের মধ্যেও প্রিয়াঙ্কা-নিকের বাগদান নিয়ে মোটেও খুশি নন প্রিয়াঙ্কার পুরনো বন্ধু কঙ্গনা রানাওয়াত। তিনি নাকি এই খবরে কিছুটা দুঃখ পেয়েছেন বলে শোনা যাচ্ছে।

কিন্তু প্রিয়াঙ্কার বাগদানের খবরে হঠাৎ কঙ্গনা কেন দুঃখ পেলেন?

আসলে প্রিয়াঙ্কা ও কঙ্গনা দুজনে বহু পুরনো বন্ধু। মধুর ভান্ডারকরের 'ফ্যাশান' ফিল্মে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা। সেই থেকেই তাঁদের বন্ধুত্ব। সম্প্রতি একটি ফ্যাশান শোতে যোগ দিতে যান কঙ্গনা। সেখানেই তাঁকে প্রিয়াঙ্কা-নিকের বাগদান নিয়ে প্রশ্ন করা হয়। তখন কঙ্গনা বলেন, '' আচ্ছা! প্রিয়াঙ্কা তো আমার ভীষণ কাছের একজন বন্ধু। ও তো আমাকে এই খবর জানায় নি, খুব রাগ করলাম।''

 
মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে নিখিল নামিত জানান, '' প্রিয়াঙ্কা হঠাৎ করেই আমাদের জানান, তাঁর এনগেজমেন্টের জন্য তিনি 'ভারত'এ কাজ করতে পারবেন না। শ্যুটিং শুরুর মাত্র দু'দিন আগে প্রিয়াঙ্কা তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। যা অত্যন্ত অপেশাদারের মত একটা কাজ।''   

প্রিয়াঙ্কার এই পদক্ষেপে সলমন খানও বেশ ক্ষুব্ধ হন বলে জানা যায়। আপাতত তিনি নতুন করে প্রিয়াঙ্কার জায়গায় কাকে নেওয়া হবে তার খোঁজ শুরু করেছেন। তবে শোনা যাচ্ছে এই ছবিতে প্রিয়াঙ্কার জায়গায় ক্যাটরিনা কাইফকেই নেওয়ার কথা ভেবেছেন সলমন।

তবে যে যাই বলুক না কেন পিগি চপস কিন্তু তাঁর বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে বিয়ের জন্য 'ওয়েডিং গাউন' তৈরি করে ফেলেছেন প্রিয়াঙ্কাও। তবে সবকিছু শুনে এটা বেশ বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কা ও নিক ক্রিশ্চিয়ান রীতিতেই হয়ত বিয়ে করতে চলেছেন। মার্কিন মুলুকেই হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর নিকের সঙ্গে প্রিয়াঙ্কা লস অ্যাঞ্জেলসেই থাকবেন বলেও জানা যাচ্ছে।