জনগন আস্থা রেখেছে আওয়ামীলীগ সরকারের প্রতি-ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৬৮৮

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করতে হবে। সেই ধারাবাহিকতায় আজ সারা দেশে উন্নয়ন ঘটছে, শেখ হাসিনার এই উন্নয়নের প্রতি আজ জনগন আস্থা রেখেছে। জনগন আওয়ামীলীগ সরকারে সব সময় পাশে আছে তার ঝলযন্ত প্রমাণ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন।

তিনি আরোও বলেন বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। টাঙ্গাইলে কোন ক্ষেত্রে উন্নয়ন হয়নি বিদ্যুৎ থেকে শুরু শিক্ষা, রাস্তাঘাট ব্রীজ কালভার্ট সকল জায়গায় উন্নয়ন আজ দৃশ্যমান।

২৬শে জুলাই বৃহস্পতিবার বিকালে বাঘিল বাজারে টাঙ্গাইল মেইন রোড় কাকুয়া রাস্তা বাঘিল অংশে সংস্কার ও বর্ধিত করন নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দাইন্যা ও বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবু সুভাষ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ, মোঃ আব্বাস আলী ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল, মোঃ তোফাজ্জ্ল হোসেন খান তোফা, সাধারন সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগ, মোঃ রফিকুল ইসলাম সোহাগ চেয়ারম্যান বাঘিল ইউনিয়ন, মোঃ মোস্তাফিজুর রহমান বকুল সহ-সভাপতি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ রফিকুল ইসলাম রফিক সহ- সভাপতি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগ, রেজাউল করিম সাগর,সাধারন সম্পাদক টাঙ্গাইল সদর আওয়ামী যুব লীগ,মিনজু সহ দাইন্যা ও বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মাদ সাধারন সম্পাদক দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগ।