টাঙ্গাইল পৌর এলাকায় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, বুধবার, ২০ মে ২০২০ | ৪৬৭

করোনা ভাইরাসের কারণে কর্মহীন টাঙ্গাইল পৌর এলাকার দরিদ্র অসহায়  মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বু

ধবার (২০ মে) বিকালে দিঘুলিয়া, বেড়াডোমা, ফকিরপাড়া, ব্যাপারি পাড়া, থানাপাড়া, আদালতপাড়া ও আকুরটুকুরপাড়ার দরিদ্র ১০০০ পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী ও ১৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান ও কেন্দ্রীয় যুবলীগের নেতা মুজাহিদুল ইসলাম শিপনে উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদের খাদ্য সামগ্রী বিতরণের সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, শহর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মাদ সিকদার মানিক, জেলা যুবলীগের নেতা ইমরান হোসেন জুয়েল ও জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় প্রত্যেককে দুই প্যাকেট সেমাই, এক কেজি পোলাওরে চাল, এক কেজি চিনি ও আধা কেজি গুড়া দুধ দেওয়া হয়।