বগুড়ায় ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই শিশু

খালিদ হাসান,বগুড়া
প্রকাশিত: ০৯:৪৬ এএম, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ | ৩৯২

বগুড়ার গাবতলী উপজেলায় ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ই এপ্রিল) উপজেলার নেপালতলী ইউনিয়নের নজরারপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে।

এ ঘটনায় (১০ই এপ্রিল) মঙ্গলবার গাবতলী থানায় মামলা হলে ওইদিন রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ইব্রাহিমের ছেলে  আহাদ ওরফে কুলু (১০), আনোয়ারের ছেলে রাশেদ (১২)। গ্রেপ্তারকৃত ২ শিশুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উল্লিখিত দুই শিশু একই গ্রামের ৫ বছরের একটি শিশুকন্যাকে আম ও ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা ওই কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুকন্যাটি বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে কোনো সমাধান না হওয়ায় ঘটনার পরদিন থানায় মামলা হলে রাতেই পুলিশ শিশু রাশেদ ও কুলুকে গ্রেপ্তার করে।

বুধবার (১১ই এপ্রিল) ভিকটিমের জবানবন্দি নেয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তা শিশু আসামিদের আদালতে চালান দেয়। গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাশার ধর্ষণের অভিযোগে দুই শিশুকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, তাদেরকে শোধনাগারে পাঠানো হবে। তিনি আরো জানান, থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী/২০০৩ আইনের ৯(৪) (খ)/৩০ রুজ্জু করা হয়েছে।