গোপালপুরে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ইন্তেকাল

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | ৪৯৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবগ্রাম দক্ষিণ পাড়া মৃত রোস্তম মৃদার ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিব (হবি চেয়ারম্যান) আর নেই। 

তিনি বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নবগ্রাম নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 
 
আজ বুধবার সকাল ১১টায় নবগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
 
গোপালপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রুবেল বলেন উপজেলা বিএনপির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা।