মির্জাপুরে মোটরসাইকেল না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০২ পিএম, বুধবার, ৩০ আগস্ট ২০১৭ | ৪৯০

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল না পেয়ে আলিফ নামের এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আলিফ উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শওকত হোসেনের ছেলে ও কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, আলিফ মঙ্গলবার দুপুরে তার মা মাকসুদা বেগমকে মোটরসাইকেল কিনে দিতে বলেন। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানান। এতে সে মায়ের সঙ্গে অভিমান করে বিকেল ৩টার দিকে ঘরের দরজা আটকিয়ে বিষপান করে।

ঘটনাটি টের পেয়ে তার পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে মুমূর্ষু অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলিফ মারা যায়।

মির্জাপুর থানার ডিউটি অফিসার এএসআই নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আলিফের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।