পঞ্চগড়ে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | ৭৪৭

পঞ্চগড়ের সদর উপজেলায় নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহসীন আলী (৩২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঠাল এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।

নিহত মহসীন আলী সদর উপজেলার অমর খানা ইউনিয়নের ছোট কামার এলাকার মোকছেদ আলীর পুত্র । 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মহসীন আলী বাড়ি হতে পঞ্চগড় শহরের উদ্দেশ্য রওনা হলে হাফিজাবাদ ইউনিয়নের আম-কাঠাল এলাকায় একটি কাঠ বোঝাই  নসিমন তার মোটর সাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে মোটর সাইকেলসহ মহসীন রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। এ সময় মহসীন আলী মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।